জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৯ মার্চ

শাহিনুর রহমান শাহিন, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক(সম্মান)ক্লাস আগামী ৯ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে তিনি জানান, আগামী ৯ মার্চ থেকে প্রথম বর্ষের (৪৬ তম ব্যাচ) শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। ইতোমধ্যে আমরা মেধা তালিকায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছি। এক সপ্তাহের মধ্যে কোটায় ভর্তিও সম্পন্ন করা হবে।

আসন্ন শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দের ব্যাপারে তিনি বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্টদের এক সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রথম বর্ষের শিক্ষার্থীর হলে সিট বরাদ্দ সংক্রান্ত তথ্য জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ১৯ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ফলাফল শেষে এ বছর ২ হাজার ৩০টি আসনে(কোটা ব্যতীত)শিক্ষার্থীদের ভর্তি করানো হয়েছে।



মন্তব্য চালু নেই