জালিয়াতিতে সহায়তায় ৫ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পৌরসভা নির্বাচনে দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশে স্থগিত হওয়া তিন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত তিন পুলিশ কর্মকর্তা ও মাদারীপুরের কালকিনির দুই কেন্দ্রের দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

এ পাঁচ ভোটকেন্দ্রে অনিয়মের কারণে বুধবার ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এরপর দুপুরে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

কালকিনি পৌরসভায় কাস্টরঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ জনারদ্বন্দ্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মকর্তা ছিলেন দুই পুলিশ কর্মকর্তা।

দক্ষিণ জনারদ্বন্দ্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে ইসি’র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে মেয়র পদে নৌকা প্রতীকে ৫০০ ব্যালট সিল মারা অবস্থায় পাওয়া যায় বলে উল্লেখ করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

কাস্টরঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ১৪৩৬টি ব্যালটের মধ্যে ৮০১টি ব্যালটের সন্ধান পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই