জার্মানি ও স্পেনে চেয়ে পিছিয়ে ব্রাজিল

বিশ্বকাপের শেষ দুই ম্যাচে ভরাডুবি হয়েছে ব্রাজিলের। অনেকেই বলছে নেইমারের অনুপস্থিতিই তার কারণ। তবে বার্সা তারকা নেইমার বলছেন অন্য কথা। কারণটা অন্য জায়গায়। আর সেই কারণ সম্পর্কে বলতে গিয়ে তিনি জানালেন যে তিনি মনে করেন অনেক পিছিয়ে রয়েছে ব্রাজিল ফুটবল।

নেইমার শিরোপা জিততে না পারার পর তাদের অনুভূতি সম্পর্কে বলেন, ‘আমি কেঁদেছি। কারণ বাল্যকাল থেকেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছিল আমার।’

শেষ দুই ম্যাচে পরাজয়ের কারণ হিসেবে তার অনুপস্থিতিকে কারণ হিসেবে দেখতে নারাজ নেইমার। আর সেই কারণ ফুটবল কৌশল সম্পর্কে বিশেষজ্ঞ কেউ ভাল বলতে পারবেন বলে জানালেন তিনি। তবে এসময় তিনি অভিমত প্রকাশ করেন যে ব্রাজিল দল পিছিয়ে আছে স্পেন কিংবা জার্মানির চেয়ে।

নেইমার এসময় জানান ছোট বেলায় তিনিও ভুল কোচিংয়ের শিকার হয়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করি যে ব্রাজিলের ফুটবল পিছিয়ে আছে। জার্মানি কিংবা স্পেনের চেয়ে পিছিয়ে আছি আমরা। আমদের এই পিছিয়ে থাকা থেকে এগিয়ে আসার জন্য আরও পরিপূর্ণ হতে হবে।’



মন্তব্য চালু নেই