জামিনে মুক্ত বিএনপি নেতা ফখরুল
গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি। এসময় কারাফটকে উপস্থিত নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির মিডিয়া পারসন মো. শায়রুল কবির খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির খান, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সুরুজ আহমেদ, জেলা ছাত্রদলের জেষ্ঠ্য সহ-সভপতি মনিরুল ইসলাম মনিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী। নেতাকর্মীরা মির্জা ফখরুলকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গাড়িতে পেট্রোলবোমা ছুড়ে মানুষ হত্যা, নাশকতা ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর রমনা, শাহবাগ ও ধানমণ্ডি থানায় তিনটি মামলা রয়েছে। ইতোমধ্যে মামলা গুলোতে তিনি আদালত থেকে জামিন পান। জামিনের কাগজপত্র মঙ্গলবার ৫টা ৫ মিনিটে কাশিমপুরের কারাগারে এসে পৌঁছে। পরে সেসব কাগজ-পত্র যাচাই-বাছাইয়ের পর সন্ধ্যা সোয়া ৭টায় তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
মন্তব্য চালু নেই