জামায়াতের হরতাল বুধবার

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন সর্বোচ্চ আদালত খারিজ করে দেওয়ার প্রতিবাদে বুধবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার জামায়াতের ওয়েবসাইটে হরতালের এই খবর দেওয়া হয়েছে।

ওয়েবসাইটে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।

তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস, হজযাত্রীদের বহনকারী যানবাহন ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার সকালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আজ মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শতাধিক আইনজীবী, মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট ব্যক্তি, দেশি-বিদেশি সংবাদকর্মীর উপস্থিতিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বধানী পাঁচ সদস্যের আপিল বেঞ্চে রিভিউ আবেদন খারিজের এই আদেশ দেয়া হয়।



মন্তব্য চালু নেই