খুলনা: জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন খুলনায় পালিত হচ্ছে ঢিলেঢালাভাবে। নগরী ও বিভিন্ন উপজেলা থেকে অন্তত ১৫ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল থেকে হরতালের সমর্থনে জেলা ও নগরীতে কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
বুধবার ভোর থেকে সারা দেশের মতো খুলনাতেও জামায়াতের ডাকা দুই দিনব্যাপী হরতালের প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। নগরীতে রিকশা, ইজিবাইকসহ ছোট ছোট যানবাহন চলাচল করলেও প্রাইভেটকার, মাইক্রোবাস চলাচল করতে দেখা যায়নি। সকাল সাড়ে ৯টা পর্যন্ত নগরীর ব্যবসা প্রতিষ্ঠান বেশিরভাগ বন্ধ রয়েছে।
সোনাডাঙ্গা আন্তজেলা বাস টারমিনাল থেকে দূরপাল্লা বা স্থানীয় রুটে কোনো বাস ছেড়ে যায়নি। এমনকি অন্য কোনো রুট থেকে সকাল ৬টার পর আর কোনো বাস প্রবেশও করেনি। তবে খুলনায় রেল ও নৌপথে চলাচল স্বাভাবিক রয়েছে। তাছাড়া মালবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে।
জামায়াতের জেলা পর্যায়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘ডুমুরিয়া উপজেলায় ৪ জন ও ফুলতলা উপজেলায় ১ জন কর্মীকে আটক করেছে পুলিশ। আরও কিছু নেতাকর্মী আটক হয়েছে বলে সংবাদ পেয়েছি তবে সংখ্যা বলতে পারছি না।’
খুলনা রেল স্টেশনের মাস্টার কাজী আমিরুল ইসলাম জানান, হরতালে রেল চলাচলে কোনো রকম বিশৃঙ্খলা দেখা দেয়নি। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। রেল লাইনের বিভিন্ন স্থানে রেলকর্মীদের সতর্ক অবস্থানে রাখা রয়েছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে রেলকর্মীরা তৎপর রয়েছে।
খুলনা বিভাগীয় বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুল ওয়াদুদ সরদার বাংলামেইলকে জানান, হরতালে এক শ্রেণীর দুর্বৃত্তরা বাসের ক্ষতিসাধনসহ প্রাণহানির মতো ঘটনা ঘটায়। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাস চলাচল বন্ধ রাখা রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, নগরীতে কোথাও পিকেটিং দেখা যায়নি। নগরীতে পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব সদস্যরা তাদের টহল ব্যবস্থা জোরদার করেছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, জেলার ৯ উপজেলায় কোথাও হরতালে পিকেটিং বা নাশকতার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও র্যাব টহল ব্যবস্থা জোরদার করেছে। জেলার বিভিন্ন উপজেলায় বিজিবি টহল দিচ্ছে।
মন্তব্য চালু নেই