জামায়াতের আমিরের ‘যুদ্ধাপরাধ’ অনুসন্ধান হবে
জামায়াতে ইসলামীর নতুন আমির মকবুল আহমাদের একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার সন্ধ্যায় তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান বলেন, ‘মকবুল আহমাদের নাম ওই এলাকার রাজাকারদের তালিকায় রয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে নেই।’
তিনি বলেন, ‘অনলাইন পত্রিকায় খবর এসেছে, মকবুল আহমাদ ১৯৭১ সালে ফেনী ও চট্টগ্রাম অঞ্চলে মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন। তাই মকবুল আহমাদের দ্বারা যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করার ইচ্ছা প্রকাশ করেছি।’
মকবুল আহমাদের যুদ্ধাপরাধ অনুসন্ধানের জন্য একজন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, মকবুল আহমাদ ৬ বছর ধরে জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করেন। গত সোমবার তিনি জামায়াতের আমির হিসেবে শপথ নেন।
মন্তব্য চালু নেই