জাবি শিক্ষক লাঞ্ছিত : সার্জেন্ট বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় সার্জেন্ট ইমরানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সার্জেন্ট ইমরানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘ্টনার সুষ্ঠু তদন্তে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার রাতে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় রাকিব আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশ।



মন্তব্য চালু নেই