জাবি প্রক্টরের বাসভবনে ককটেল হামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার বাসভবনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ককটেল হামলা চালিয়েছে।

সোমবার রাত সোয়া ৮টায় এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগামী ৫ ফেব্রুয়ারী জাবির পঞ্চম সমাবর্তনের তিনদিন আগে এই ঘটনা ঘটল।

‘তবে এ ঘটনা সমাবর্তনের উপর কোন প্রভাব ফেলবে না’ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা।

সূত্র জানান, রাত সোয়া আটটায় বিশ্ববিদ্যালয়ের বেগম খাদো জিয়া হল সংলগ্ন জাবি প্রক্টরের ডুপ্লেক্স বাসভবনের প্রবেশপথে এই হামলা হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে এ ঘটনায় প্রক্টরের বাসভবন পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক।

অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘হামরাকারীদের কাউকে শনাক্ত করা যায়নি। তাদের শনাক্তের চেষ্টা চলছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিছিদ্র করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করি কোন সমস্যা হবে না।’

এ বিষয়ে সাভার সার্কেলের এএসপি রাসেল শেখ বলেন, দোষীদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ড. ফারাজানা ইসলামের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রদল নেতাকর্মীরা। এর একদিন পর শহীদ রফিক-জব্বার হলের পাশে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

এছাড়া ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।



মন্তব্য চালু নেই