জাবি ছাত্রলীগের নতুন সভাপতি জুয়েল, সম্পাদক চঞ্চল

শাহাদাত হোসাইন স্বাধীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জুয়েল রানাকে সভাপতি এবং আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আগামী এক বছরের জন্য মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আগের কমিটিতে জুয়েল রানা উপঅর্থ বিষয়ক সম্পাদক এবং আবু সুফিয়ান চঞ্চল আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদের মধ্যে জুয়েল আ ফ ম কামাল উদ্দিন হল ও চঞ্চল শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী।

এদিকে কমিটি ঘোষণার পরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।



মন্তব্য চালু নেই