জাবি’র ছেলেদের হলে মম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়াশোনা করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী জাকিয়া বারী মম।
প্রায় ছয় বছর থেকেছেন জাবি ক্যাম্পাসে। কিন্তু কোনোদিনই ক্যাম্পাসের ছেলেদের কোনো হোস্টেলে যাওয়া হয়নি। প্রথমবার ছেলেদের হোস্টেলে প্রবেশ করলেন মম। নিজেই সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। লিখেছেন, ‘রেকর্ড ব্রেক। প্রথমবার ছেলেদের হলে ঢুকলাম। জাবির বঙ্গবন্ধু হলে শুটিং করছি।’
এ প্রসঙ্গে মম বলেন, “ছেলেদের হলে তো মেয়েরা প্রবেশ করতে পারে না। কোনোদিন ছেলেদের হলে যাওয়া হয়নি। এবার নাটকের প্রয়োজনে ছেলেদের হলে যাওয়া হল। সেখানে সকাল আহমেদ পরিচালিত ‘দ্বিতীয় কুসুম’ নামের একটি ধারবাহিক নাটকের শুটিং করেছি।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়েই নাটকটি নির্মিত হচ্ছে। এতে মেঘলা নামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন মম। প্রচণ্ড আত্মবিশ্বাসী মেয়ে মেঘলা। মম বলেন, ‘নাটকটিতে মেঘলার জীবনের চারটি পার্ট দেখানো হবে। এটি খুবই আত্মবিশ্বাসী একটি চরিত্র। সে কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে আপস করে না।’
কাজী শাহেদুল ইসলামের রচনা থেকে দ্বিতীয় কুসুম নাটকটিতে আরও অভিনয় করছেন- বিজরী বরকতুল্লাহ, তুষার খান, ইরাফান সাজ্জাদসহ অনেকে। গত তিন দিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুটিং হচ্ছে নাটকটির। বৃহস্পতিবার কলা ভবনে শুটিং করছেন বলে দ্য রিপোর্টকে জানান মম। বৃহস্পতিবার এই লটের শুটিং শেষ হচ্ছে।
মম বলেন, ‘নিজের ক্যাম্পাসে শুটিং করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার এত স্মৃতি। সেখানে গেলে যে কী পরিমাণ ভাল লাগা কাজ করে সেটা বলে বোঝানো যাবে না।’

































মন্তব্য চালু নেই