জাবিতে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা

ধুম্রজাল ছিঁড়ে এগিয়ে চলি সত্ত্বার সন্ধানে’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘জলসিড়ি’ আয়োজন করেছে পাঁচদিনব্যাপী সাংস্কৃতিক মেলা-২০১৫।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। মেলার আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়।

আগামীকাল ১০ ফেব্রুয়ারী থাকছে আনন্দ র‌্যালী ও নাটক বিউটি বাজার (জলসিঁড়ি), ১১ ফেব্রুয়ারী ফানুস উৎসব, ১২ ফেব্রুয়ারী হিমালয় থেকে সুন্দরবন(সঙ্গীত জলসিঁড়ি), ১৩ ফেব্রুয়ারী গল্পে গল্পে গান (আমন্ত্রিত অতিথি শিল্পী), ১৪ ফেব্রুয়ারী নাটক প্রতিচ্ছবি(জলসিঁড়ি)।

আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেবেন জলসিঁড়ি উপদেষ্টামন্ডলীর সদস্য ও বাংলা বিভাগের শিক্ষক ড.খালেদ হোসাইন, প্রণীবিজ্ঞান বিভাগের শিক্ষক ড.মনিরুজ্জামান। এ মেলা প্রতিদিন সন্ধ্যা ৭টায় মুক্তমঞ্চ ও মুক্তমঞ্চ সংলগ্ন ক্যাফে চত্ত্বরে অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই