জাবিতে শুরু হতে যাচ্ছে আন্ত:সংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতা

শাহিনুর রহমানম শাহিন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সংগঠন জাবি প্রেস ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আন্ত:সংগঠন ব্যাডমিন্টন-২০১৭ আজ শনিবার শুরু হতে যাচ্ছে।
এ উপলক্ষে সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. ফারজানা ইসলাম খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উদ্বোধনী খেলায় প্রথম ম্যাচে প্রেস ক্লাবের উপদেষ্টা ও জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ এবং প্রতœতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক নুরুল কবির রনির দলের মুখোমুখি হবে প্রেস ক্লাবের ২০১৪-১৫ কার্য নির্বাহী কমিটির সভাপতি জাহিদ সুলতান লিখন ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম মাহির দল। অপর ম্যাচে জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটোরিয়াম) এর মুখোমুখি হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি।

এ বিষয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজক ও প্রেস ক্লাবের ২০১৫-১৬ কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক আবু তাহের বলেন, ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে আমরা খেলার সবধরনের সফল প্রস্তুুতি গ্রহন করেছি। উদ্বোধনী খেলার মধ্যে দিয়ে আজ সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক খেলা শুরু হবে।



মন্তব্য চালু নেই