জাবিতে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শাহিনুর রহমান শাহিন: যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম নেতৃত্বে প্রো-উপাচার্য অধ্যাপক মো.আবুল হেসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন ও সভাপতি এবং সিন্ডিকেট সদস্যসহ বিশ্ববিদ্যালয় পরিবারের বিভিন্ন প্রতিনিধি শহীদ বেদিতে পু®পস্তবক অর্পণ করেন। উপাচার্য শহীদ মিনারে শ্রদ্ধা করতে আসা বিভিন্ন বিভাগ, হল, জাবি প্রেস ক্লাব, শাখা ছাত্রলীগ, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, অফিসার ক্লাব, মহিলা ক্লাব, বিভিন্ন সমিতি, সমাজিক-সাংস্কৃতিক জোট, বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দসহ অন্যান্য অতিথিদের স্বাগত জানান।

দিবসটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য জাবি কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুুতি গ্রহণ করে। সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গনে ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে মহান শহীদদের স্বরণে পরিবেশিত হয় ভাষা ও দেশের গান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার, প্রশাসন ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একুশের ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অফিসার ক্লাব থেকে শহীদ মিনার অভিমুখে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই