জাবিতে জঙ্গিবাদ প্রতিরোধে প্রশাসনের মানববন্ধন
জাবি প্রতিনিধি: দেশে চলমান সন্ত্রাস, নৈরাজ্য, সাম্প্রদায়িকতা ও জঙ্গি হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরীর লক্ষে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
বেলা ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন,ধর্মের নামে যারা হামলা করছে তারা মূলত দেশ বিরোধী। সময়টা খারাপ যাচ্ছে এ দেশের জন্য ঠিক আছে, কিন্তু আমরা আতঙ্কিত নই। যারা এ জঙ্গি হামলা করছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য সরকারকে আহবান জানান তিনি।
এসময় তিনি সকলকে অনুরোধ করে বলেন,বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর দিকে নজর রাখবেন। যদি কারো আচরনে সন্দেহ সৃষ্টি হয় তাহলে সাথে সাথে প্রশাসনকে জানান।
এদিকে বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।
মন্তব্য চালু নেই