জাপা কৌশলগত কারণে সরকারে আছে

জাতীয় পার্টি (জাপা) কৌশলগত কারণে আওয়ামী লীগ সরকারের সঙ্গে আছে বলে দাবি করেছেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগর মোড়ে একটি কনভেনশন সেন্টারে জাপা আয়োজিত এক যৌথ সভায় তিনি এ দাবি করেন।

বাবলু বলেন, ‘আমরা কৌশলগত কারণে সরকারে আছি। সময় হলেই বের হয়ে আসবো। আপনারা দেখেননি মমতা ব্যানার্জীও তো কংগ্রেসে ছিলেন আবার বিজেপি জোটেও ছিলেন। উনিও তো পরে বের হয়ে এসেছিলেন।’

গত ছয় বছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০৭ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন দাবি করে জাপার এই মহাসচিব বলেন, ‘এ দায় সরকারের। সরকার আজ জনগণকে কোনো স্বস্তি দিতে পারছে না। সন্ত্রাস নির্মূল করতে পারছে না। আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই।’

‘সরকার নাকি বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবে। কেন? আপনারা বিদ্যুৎ-গ্যাসের দাম না বাড়িয়ে সাবসিডারি দিয়ে জনগণকে রক্ষা করুন। বিদ্যুতের দাম বাড়লে জনগণ আবারো দুর্ভোগে পড়বে, আমরা তা চাই না। যে নেতারা সুইস ব্যাংকের মাধ্যমে টাকা বিদেশে পাচার করেছেন সেই টাকা ফিরিয়ে আনুন। জনগণের সেবার সেসব টাকা লাগান। আমরা মাঝপথের আন্দোলনের বিশ্বাস করি না।’

বিএনপি ‘পরাজিত শক্তি’
বিএনপিকে পরাজিত শক্তি আখ্যা দিয়ে বাবলু বলেন, ‘এই বিজয়ের মাসে এসে তারা কি বলতে পারবে তারা মুক্তিযুদ্ধের শক্তি? তারা যদি মুক্তিযুদ্ধের শক্তি হয়ে থাকে তবে কেন তারা স্বাধীনতার বিরোধী শক্তির সাথে আঁতাত করলো। যারা আতাত করেছে জামায়াতের সঙ্গে, গোলাম আযমের সঙ্গে, নিজামীর সঙ্গে, স্বাধীনতার বিরোধী শক্তির সঙ্গে তারা কখনো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না। আমরা একমাত্র প্রগতিশীল, আমরাই গণতান্ত্রিক ও আমরাই জাতীয়বাদী শক্তি।’



মন্তব্য চালু নেই