জাপান সরকারকে দুটি রয়েল বেঙ্গল টাইগার উপহার দেবেন প্রধানমন্ত্রী

পশ্চিমাদের সুর নরম হয়নি, যেকোনো সময়ের চেয়ে বর্তমান সরকারে ওপর পশ্চিমাদের আস্থা বেশি বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জাপান সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘জাপান সরকারকে দুটি রয়েল বেঙ্গল টাইগার উপহার দেবেন প্রধানমন্ত্রী। জাপানের জন্য আলাদা পাঁচশ একরের জমিতে চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) করা হবে। এখন থেকে আর দু দেশের কূটনৈতিকদের ভিসার দরকার হবে না।’

জাপান সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার একটি সংবাদ সম্মেলন করবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।



মন্তব্য চালু নেই