জাপানের নাগরিকত্ব পেল ‘গডজিলা’!

জাপানের সংস্কৃতিতে ‘গডজিলা’ এক আলোচিত নাম। চলচ্চিত্রের মাধ্যমে বার বার পর্দায় হাজির হওয়ায় দৈত্যাকার এই প্রাণীটিকে টোকিও’র শিনজুকু ওয়ার্ডের সরকারি পর্যটন দূত হিসেবে মনোনীত করা হয়েছে। শুধুমাত্র পর্যটন দূতই নয়, জাপানের নাগরিকত্বও দেওয়া হয়েছে তাকে।

জাপানী ভাষায় অগ্নিশ্বাসধারী ‘গজিরা’র সাথে ‘গরিলা’ ও ‘কুজিরা’(অপর নাম তিমি) সমন্বয়ে গডজিলা নামের সৃষ্টি। শিনজুকু শহরে এই দৈত্যাকার প্রাণীটির প্রতি কৃতজ্ঞতাস্বরুপ একটি ফলক তৈরি করা হয়েছে।

গেল মাসে শিনজুকু শহরের তোহো সিনেমা হলের উপরে ৫২ মিটার উঁচু একটি গডজিলার মূর্তি স্থাপন করার পরই স্থানীয় সরকারের গডজিলাকে পর্যটন দূত ও নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটি নজরে আসে।

গডজিলার মূর্তিকে কেন্দ্র করে শিনজুক শহরের মেয়রের উপস্থিতিতে সিনেমা হলের সামনে এক বিরাট অনুষ্ঠান পালিত হয়।
মূর্তির নিচে ফলকটিতে খোদাই করে লেখা আছে:

নাম: গডজিলা

ঠিকানা: শিনজুকু-কু, কাবুকি-চো, ১-১৯-১

জন্মতারিখ: ১৯ এপ্রিল, ১৯৫৪

বিশেষ নাগরিকত্ব প্রদানের কারণ: বিনোদনে অগ্রগতি প্রদান এবং কাবুকি-চো’র অধিবাসীদের আতিথেয়তা প্রকাশ ও বিশ্বজুড়ে পর্যটনকারীদের আকর্ষণের জন্য।

শিনজুকু ওয়ার্ডে গডজিলার পূর্ববর্তী ভ্রমণ: ৩ বার; গডজিলা (১৯৮৪), গডজিলা বনাম কিং ঘিদোরাহ(১৯৯১), গডজিলা ২০০০ মিলেনিয়াম (১৯৯৯)



মন্তব্য চালু নেই