জানেন, মেয়েরা মাসে কি পরিমান সময় নষ্ট করে আয়নার সামনে

সাজগোজের জন্য যে মেয়েরা বড্ড বেশি সময় ব্যয় করে এটা সকলের জানা কথা। সেখানে পুরুষরা যদি কোথায় যেতে চায়, দেখা যাবে কয়েক মিনিটের মধ্য দিব্যি তৈরি। কিন্তু যদি বাড়ির স্ত্রী বা মনের মানুষকে নিয়ে যেতে হয়! ব্যাস হয়ে গেল। অমনি আপনার মুখ থেকে বেড়াবে, ‘এই জন্য তোমাদের সঙ্গে বাইরে যেতে ইচ্ছে করে না।

এত সময় লাগাও!’ কথাটা ঠিক না ভুল, সেই বিতর্কে যাওয়ার দরকার নেই। ব্রিটেন জুড়ে একটা সমীক্ষা চালানো হয়েছে। আর তাতে উঠে এসেছে আসল তথ্যটা। জানেন কি মেয়েরা সাজগোজের জন্য একবার গড়ে ঠিক কতটা সময় নেন? ওই সমীক্ষার ফল অনুযায়ী সময়টা অন্তত ৪০ মিনিট! হ্যাঁ, মেয়েরা একবার আয়নার সামনে ছেড়ে উঠতে গড়ে ৪০ মিনিট সময়ই নিয়ে থাকে।

অর্থাত্‍, কী দাঁড়াল? মেয়েরা এক মাসের মধ্যে দুদিনের বেশি সময় আয়নার সামনেই কাটিয়ে দেয় নিজেকে সুন্দরী করে তুলতে। এভাবে তথ্য দিয়ে জীবনের সবথেকে কাছের সঙ্গীনীকে কথাটা বলতে পারেন। এর পর তিনি আপনার সঙ্গে কেমন অভিমান দেখাবেন, আপনিই জানেন। তবে, তথ্যটা কিন্তু ব্রিটিশ সমীক্ষার।



মন্তব্য চালু নেই