জানেন, গাড়ির পেছনে জুতা ঝুলানো হয় কেন?
রাস্তায় চলতে চলতে হঠাৎ লক্ষ্য করলেন সামনের গাড়ির পেছনে জুতা ঝুলছে। শহরের অনেক যাত্রী বা মালবাহী গাড়িতেই এমনটা প্রায়ই দেখা যায়। আমরাও দেখেছি, হয়ত এখন মনে করতে পারছি না।
তবে প্রায় গাড়িতেই এটা থাকে। আপনার মনে হয়ত প্রশ্ন জাগতে পারে, কেন জুতা ঝুলছে? অথবা ভাবতে পারেন কোন কারণ ছাড়াই অথবা কোন কুসংস্কারের কারণে জুতা ঝুলিয়ে রাখা হয়েছে।
না, এটি কোন কুসংস্কার নয়। যথাযথ কারণেই জুতা ঝুলিয়ে রাখা হয় গাড়ির পিছনে। শুধু জুতা নয়, অন্য অনেক কিছুই ব্যবহার করা হয়। তবে জুতাই বেশি দেখা যায়।
মূল বিষয়টা হলো, গাড়ি অভারলোড হয়ে গেল কিনা তা মাপতে এই জুতা ব্যবহার করা হয়। গাড়ি ওভারলোড হয়ে গেলে জুতাটা মাটি ছুঁয়ে যায়। এর মানে আর যাত্রী বা মালামাল ওঠানো যাবে না। আর জুতা মাটি স্পর্শ না করলে বোঝা যাবে গাড়ি এখনো ওভারলোড হয় নাই। হ্যাঁ বলতে পারেন এটা একটি সনাতনী পদ্ধতি।
মন্তব্য চালু নেই