জানেন কে ইন্টারনেটে ‘উড়তা পঞ্জাব’ ফাঁস করেছিল?

ফাঁস হয়ে যাওয়া ‘উড়তা পঞ্জাব’ ছবি নিজের ওয়েবসাইটে আপলোড করেছিলেন দিল্লির বাসিন্দা দীপক কুমার। আর সেটা জানতে পেরেই ওয়েবসাইট মালিক দীপককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন মুম্বইয়ের সাইবার পুলিশ স্টেশনের কর্তারা।

সিবিএফসি-র কাছে অনুমতি পাওয়ার জন্য সিনেমার একটি কপি জমা দেওয়া হয়েছিল। সেই কপিটিই ফাঁস হয়ে যায়। গত শুক্রবার ছবিটি মুক্তি পায়। তার আগেই ইন্টারনেট থেকে ছবিটি বহু মানুষ ডাউনলোড করে নেয়। এই অভিযোগ জানার পর থেকেই মুম্বই পুলিশ অভিযুক্ত ওয়াবসাইট মালিককে খুঁজছিল। অবশেষে তাঁকে গ্রেফতার করা গেল নয়াদিল্লি থেকে।



মন্তব্য চালু নেই