জানেন কি, ২০০ বছর আগে কন্ডোম কী দিয়ে তৈরি হত?

সম্প্রতি অনলাইনে একটি কন্ডোম বিক্রি হয়েছে। দাম উঠেছিস ৪৬০ পাউন্ড।
একটি কন্ডোমের এত দাম! খোঁজ করতেই বেরিয়ে এল ইতিহাস। কন্ডোমটি ২০০ বছর পুরনো। এ রকম আর হাতেগোনা কয়েকটিই টিকে আছে। তারই একটি পেয়েছেন এক ক্রেতা।
অবাক করার মতো ঘটনা হল, কন্ডোমটি তৈরি ভেড়ার অন্ত্র দিয়ে! ভেড়া, শূকর, ছাগলের অন্ত্র দিয়ে মধ্যযুগে কন্ডোম তৈরি হত। তেমনই একটি কন্ডোমের দাম অনলাইনে আকাশ ছুঁয়েছে।
বলা বাহুল্য, সে সময়ে কন্ডোম ছিল বিপুল দামী। কন্ডোম ছিল একমাত্র বিত্তশালীদের ব্যবহার্য।
যে কন্ডোমটি এমন চড়া দামে বিক্রি হল, সেটি ফ্রান্সে তৈরি। ১৯ সেন্টিমিটার লম্বা।



মন্তব্য চালু নেই