জানেন কি? সূর্যের একটি বোন আছে !
আপনি কি জানেন, সূর্যের একটি বোন আছে এবং তার অবস্থান অন্তত ১০০ আলোকর্বষ দূরে একটি নক্ষত্রমণ্ডল। যুক্তরাষ্ট্রের অস্টিনে অবস্থিত টেক্সাস বিশ্ববিদ্যালয় গবষেক আইভান রামরিজের নেতৃত্বে একদল জ্যোতির্বিদ এইচডি ১৬২৮২৬ নামের ওই নক্ষত্র শনাক্ত করছেন ।
এটার উৎপত্তি সম্ভবত আমাদের সূর্যের মতই একই গ্যাস ও ধূলির মেঘ থেকে ৷ আর এই আবিষ্কারের ফলে পৃথিবীর বাইরে প্রাণের উপস্থতির খোঁজে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিজ্ঞানীরা মনে করছনে।
রামরিজে বলনে, ‘পৃথিবীর উৎপত্তিস্থল সর্ম্পকে আমরা জানতে চাই ৷ ছায়াপথের কোন স্থানটিতে সূর্য তৈরি হয়ছেলি, শনাক্ত করা গেলে সৌরজগতের আদি অবস্থা সর্ম্পকে ধারণা পাওয়া যাবে ,এতে কেন আমরা বর্তমান অবস্থানে রেয়েছি , তা জানার সুযোগ তৈরি হবে ৷ আর সেই সম্ভাবনা কম হলেও অসম্ভব নয়।
মন্তব্য চালু নেই