জানেন কি, মহাকাশচারীদের পোশাকের রং সাদা বা কমলা হয় কেন?
আচ্ছা আপনি সত্যিই কি কখনো খেয়াল করেছেন? প্রত্যেক মহাকাশচারীই তাদের মহাকাশে যাত্রাপথে সাদা বা কমলা রঙের পোশক পরেন। কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে, কেন তার অন্য রঙের কোন পোশাক পরেন না? কেন তারা শুধু কমলা বা সাদা রঙের পোশাকই বেছে নিচ্ছেন?
যুক্তরাষ্ট্রের বাসিন্দারা শুধু স্টাইল বা ফ্যাশনের জন্য মহাকাশচারীদের পোশাকের রঙ কমলা করবেন না। এর পিছনে যুক্তিও আছে।
তা হলো, মহাকাশে সব থেকে ভালো ভাবে নজরে আসে যে রঙটা, সেটাই হল এই উজ্জ্বল কমলা। মহাকাশে অনেক সময়ই বিপদে পড়েন মহাকাশচারীরা। সেক্ষেত্রে তাদের জীবন বাঁচাতে, তাদের ঠিক করে দেখতে পাওয়াটাও দরকার। তাই মহাকাশচারীদের পোশাকের রঙ হয় উজ্জ্বল কমলা।
একইরকমভাবে মহাকাশে সাদা রঙও দেখা যায়। তাই সাধারণত, এই দুই রঙের পোশাক পরেই মহাকাশে যান মহাকাশচারীরা।
মন্তব্য চালু নেই