জানেন কি? কিছু মানুষের কানে কেন এই অদ্ভুত ছিদ্র থাকে?
ছবিতে যেমন দেখা যাচ্ছে, কানের পাশে তেমনি একটি ফুটো হয়তো আপনি দেখেছেন কারও মাঝে। হয়তো ভেবে নিয়েছেন তা কোনো দুর্ঘটনার চিহ্ন। আসলে কিন্তু তা নয়। এটা সম্ভবত একটি ডিজঅর্ডার, যার নাম প্রিঅরিকুলার সাইনাস।
আমেরিকায় ০.১ শতাংশ, ইংল্যান্ডে ০.৯ শতাংশ, এশিয়া এবং আফ্রিকার কিছু অংশে ৪-১০ শতাংশ মানুষের থাকতে পারে কানের পাশে এই ফুটো, জানা যায় এক গবেষণায়। প্রিঅরিকুলা সাইনাস নিজে কোনো ক্ষতি করে না বটে। তবে এর কারণে ইনফেকশন হতে পারে বেশি। মুখের প্রথম ও দ্বিতীয় ফ্যারিঞ্জিয়াল আর্চের মাধ্যমে এই ফুটো তৈরি হয়। সকল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে এই কাঠামোটা থাকে। স্তন্যপায়ীতে এগুলো মাথা ও ঘাড়ের গড়ন তৈরি করে। কিন্তু মাছের ক্ষেত্রে এগুলোই আবার ফুলকা তৈরি করে।
অদ্ভুত এই বৈশিষ্ট্য দেখে ইভল্যুশনারি বায়োলজিস্ট নীল শুবিন ধারণা করেন, বিবর্তনের ফলে পেছনে ফেলে আসা ফুলকারই অবশিষ্টাংশ হলো মানুষের কানের পাশের এই ফুটো। এটা অবশ্য শুধুই একটা তত্ত্ব, এটা পরীক্ষা করে দেখা হয়নি। তবে বিবর্তনের ফলে আমাদের টেইলবোন, অ্যাপেন্ডিক্স এমন কিছু অতিরিক্ত অঙ্গ যেহেতু শরীরে রয়ে গেছে, এই ফুটোও তাদেরই সঙ্গী হতে পারে বৈকি!
মন্তব্য চালু নেই