‘জানতাম, মেসি বিশ্রামে থাকবে’

ইংলিশ প্রিমিয়ার লিগে পারেননি। তবে স্প্যানিশ লা লিগায় গিয়ে ঠিকই নিজের জাত চেনাতে শুরু করেছেন ডেভিড ময়েস। সেটা ভাগ্যের জোরে হোক আর যেভাবেই হোক। কারণ, রিয়াল সোসিয়েদাদের দায়িত্ব নেওয়ার পর দলটিকে সঠিক পথেই পরিচালনা করছেন তিনি এবং সর্বশেষ ম্যাচে শক্তিশালি বার্সেলোনাকে তার দল হারিয়েছে ১-০ গোলে।

যদিও ময়েসের এই জয়টি শ্রেফ ভাগ্যের জোরে। ম্যাচের শুরুতেই বার্সেলোনার ডিফেন্ডার জর্দি আলবা নিজেদের জালে বল জড়িয়ে দেন। এই গোলের পরই নিজেদের রক্ষণভাগ শক্তিশালি করে নেন ময়েস। মেসি-নেইমারদের মুহূর্মুহু আক্রমণও ঠেকাতে তাদের তাই আর খুব বেশি বেগ পেতে হয়নি।

তবে ম্যাচ শেষে তিনি এমন জয়ে যে অনেক বেশি উচ্চসিত, সেটাই প্রকাশ করলেন। বললেন, ‘সব সময়ই বার্সেলোনা আমার কাছে বিশ্বসেরা একটি দল। তাদেরকে যত দেখতাম, ততই অবাক হতাম। সেই দলটিকেই হারালাম শেষ পর্যন্ত। এটা আমার কাছে বেশ অবাক করা বিষয়ও বটে।’

তবে এই রিয়াল সোসিয়েদাদের এই জয়ের পেছনে যে বার্সা কোচের পরিকল্পনা অনেকটা দায়ী সেটাও জানাতে ভুললেন না ডেভিড ময়েস। বললেন, ‘মেসি নেইমার এবং দানি আলভেজকে বসিয়ে রাখাই ছিল তার বড় ভুল।’

এনরিকের সমালোচনা করলেও মেসি-নেইমারকে যে বসিয়ে রাখা হবে, তা নাকি আগে থেকেই জানতেন ময়েস। তিনি বলেন, ‘ম্যানিইউর মত বড় একটি ক্লাব পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে আমার। বড় একটি দল কিভাবে পরিচালনা করতে হয় সেটাও জানা রয়েছে। মেসি-নেইমাররা লাতিন আমেরিকায় বড় ছুটি কাটিয়ে এসেছেন। অনুশীলনের অপ্রতুলতা ছিল। এ কারণেই আমি পরিকল্পনা করে রেখেছিলাম, এই দুই তারকা বিশ্রামে থাকবে এবং এ সুযোগে আক্রমণ করতে হবে বার্সা অভিমুখে।’

ময়েস যেন জানতেনই, পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে, প্রথমবারেরমত বার্সেলোনাকে হারানো সম্ভব।



মন্তব্য চালু নেই