জাতীয় স্মৃতিসৌধে ​বিজয় উৎসবে লাখো মানুষের ঢল

বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরের সাথে সাথে নেমেছে লাখো মানুষের ঢল।

প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাভার স্মৃতিসৌধ সর্ব সাধারনের জন্য উন্মুক্ত করা হয়। তারপরই স্মৃতিসৌধে নেমে আসে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো লাখ মানুষ।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পরই জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, মন্ত্রিপরিষদের সদস্য ও বিভিন্ন বাহিনীর প্রধানরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সকাল সাড়ে এগারটার দিকে বিনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শহীদের প্রতি শ্রদ্ধা জানান ।

এ ছাড়াও শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ , সিপিবি,এলডিপি, সহ বিভিন্ন সামাজিক , রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান ।

স্মৃতিসৌধের মূল ফটক থেকে সৌধ পর্যন্ত নানা রঙের ফুল ও ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে লাখ লাখ মানুষ। স্লোগানে স্লোগানে মুখরিত সাভারের জাতীয় সৃতিসৌধ এলাকা ,সাথে সৃতিসৌধের সর্বত্র চলছে দেশের গান ।

স্মৃতিসৌধ এলাকায় মানুষের নিরাপত্তার জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যাবস্থা ব্যাপক ভাবে জোরদার করা হয়েছে। এছাড়া সাভারের পুলিশসহ বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স আনা হয়েছে সাথে ।

সৃতিসৌধের এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে যাতে কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে ।



মন্তব্য চালু নেই