‘জাতীয় সংলাপ’ নিয়ে খালেদাকে চিঠি

দেশের চলমান সঙ্কট নিরসনে ‘জাতীয় সংলাপ’ আয়োজনের বিষয়ে অবহিত করতে ‘নাগরিক সমাজে’র পক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে চিঠি পাঠানো হয়েছে।

‘নাগরিক সমাজে’র পক্ষে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের প্রতিনিধি এ্যাডভোকেট প্রিন্স চঞ্চল মাহমুদ সোমবার সন্ধ্যার পর গুলশান কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেন।

চিঠিটি গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ উপদেষ্টা এ্যাডভোকেট শামসুর রহমান খান শিমুল বিশ্বাস।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার জানান, চলমান সঙ্কট নিরসনে বিশিষ্ট নাগরিক সমাজের উদ্যোগে ‘জাতীয় সংলাপ’ নিয়ে অবহিত করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন। চিঠিতে স্বাক্ষর করেন সাবেক নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।

গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ আয়োজিত গোলটেবিল আলোচনায় জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিরা।



মন্তব্য চালু নেই