জাতীয় লিগের লড়াইয়ে চাপে পড়েছে সেন্ট্রাল জোন
বগুরার শহীদ চান্দু স্টেডিয়ামে চাপে পড়েছে সেন্ট্রাল জোন। প্রথম শ্রেণি ক্রিকেটের ফ্রাঞ্চাইজিভিত্তিক আসর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসরের পর্দা ওঠে আজ।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। এই খবরে ওয়ালটন সেন্ট্রাল জোন ১১৫ রান করেছে ৬টি উইকেট হারিয়ে।
এর আগে তাইবুর রহমান (২২), শুভাগত হোম চৌধুরী (১৩), মার্শাল আইয়ুব (১১), সাইফ হাসান (১৪), রকিবুল হাসান (১৯), শামসুর রহমান (৭)
বড় ইনিংসের আশা জাগিয়েছিলেন তাইবুর রহমান পারভেজ।
লক্ষ্যের পথে ভালোই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২২ রানে তার ইনিংসটি থামান ইবাদত হোসেন। বাঁহাতি এ ব্যাটসম্যান ইবাদতের বলে
ইয়াসির আলীর হাতে ক্যাচ দেন দলীয় ১১১ রানে।
মধ্যাহ্ন বিরতির পরপরই আউট শুভাগত হোম চৌধুরী। পেসার রাহীর তৃতীয় শিকারে পরিণত হন ডানহাতি এ ব্যাটসম্যান। ইষ্ট জোনের অধিনায়ক অলোক কাপালির হাতে ক্যাচ দেওয়ার আগে ১৩ রান করেন শুভাগত।
প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না সাইফ হাসান। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ মিডিয়াম পেসার সাইফউদ্দিন বলে আউট হলেন ব্যক্তিগত ১৪ রানে। সাইফের ক্যাচটি নেন মেহেদী মারুফ।
সাইফের বিদায়ের পরপরই সাজঘরের পথ ধরেন মার্শাল আইয়ুব। রাহীর বলে তাসামুলের হাতে ক্যাচ দেন মার্শাল। ১১ রান করেন মার্শাল। দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে ওয়ালটন সেন্ট্রাল জোন।
টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় ওয়ালটন। পেসার ইবাদত হোসেনের বলে উইকেটরক্ষক লিটন কুমার দাসের হাতে ক্যাচ দেন শামসুর রহমান শুভ। সাজঘরে ফেরার আগে ১৪ বলে ১ বাউন্ডারিতে ৭ রান করেন শামসুর।
শনিবার সকালে ইসলামী ব্যাংক ইস্ট জোনের অধিনায়ক অলোক কাপালি টস জিতে ওয়ালটনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
ওয়ালটন সেন্ট্রাল জোন একাদশ : শামসুর রহমান শুভ, সাইফ হাসান, রকিবুল হাসান, মার্শাল আইয়ুব, তাইবুর পারভেজ, শুভাগত হোম, তানভীর হায়দার, মোশাররফ হোসেন রুবেল, শহিদুল ইসলাম, জাকির আলী অনিক, মোহাম্মদ শরীফ।
ইসলামী ব্যাংক ইস্ট জোন একাদশ : মেহেদী মারুফ, লিটন কুমার দাস, অলোক কাপালি, তাসামুল হক, ইয়াসির আলী, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসান, আবু জায়েদ, সাকলায়েন সজীব, ইবাদত হোসেন।
মন্তব্য চালু নেই