জাতীয় মাছের পোনা অবমুক্ত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন এবং পোনা অবমুক্তকরণ প্রকল্প ও বৃহত্তর ফরিদপুর জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিলপাকুরিয়া বিলে ও বারুগ্রাম বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম বিলে উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন এবং পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় আনুষ্ঠানিক ভাবে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

বিলে ৪৮৭.৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। অপরদিকে নবাবপুর ইউনিয়নের বিলপাকুরিয়া বিলে সোমবার ফরিদপুর জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির শিং, মাগুর, কৈ, চিতল, বাটা, কাল বাউশসহ বিভিন্ন প্রজাতির ২৫৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।



মন্তব্য চালু নেই