জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তির ফল আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা আজ প্রকাশিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এসএমএসের মাধ্যমে দুপুর ১২টা থেকে ফলাফল জানা যাবে। মোবাইলের মাধ্যমে ফল জানতে nu লিখে স্পেস দিয়ে AT লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানা যাবে।

এ ছাড়া বিকাল ৪টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.edu.bd/admissions ফলাফল পাওয়া যাবে।



মন্তব্য চালু নেই