জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ সন্ধ্যায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল আজ বুধবার সন্ধ্যা ৭ টায় প্রকাশ করা হবে।

এ পরীক্ষার ফল সন্ধ্যা ৭টা হতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd Ges ww w.nubd.info থেকে এবং যে কোনো মোবাইলের Message অপশনে গিয়ে nu H1 Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফলাফল পাওয়া যাবে।

বুধবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে সারাদেশে ৪৭৩টি কলেজের ১৭৮টি কেন্দ্রে নিয়মিত ১,৫৭,২২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১,৩৬,২৫৪ জন উত্তীর্ণ হয়েছে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৫ নভেম্বর ২০১৪ তারিখে।



মন্তব্য চালু নেই