জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ সন্ধানে ৫ সদস্যের কমিটি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের পদে শেন জার্গেনসেন না থাকায় নতুন কোচ নিয়োগ করতে ৫ সদস্যের কমটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার বিসিবির বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবির সভাপতি জানান, বোর্ড মিটিংয়ের আগে জার্গেনসেনের সঙ্গে আমরা বৈঠক করেছি। তিনি যেহেতু থাকতে রাজি হচ্ছেন না; সেহেতু নতুন কোচ খোঁজা হচ্ছে। ইন্ডিয়া সিরিজের আগেই নতুন কোচ নিয়োগে ৫ সদস্যেরে কমিটি গঠন করা হয়েছে।
ইন্ডিয়া সিরিজের আগে নতুন কোচ খুঁজে না পেলে স্থানীয় কোচ দিয়েই ইন্ডিয়া সিরিজ চালানো হবে বলে জানান তিনি।
২০১১ সালে বাংলাদেশ দলের বোলিং কোচের চাকরি নিয়ে আসেন শেন জার্গেনসেন। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই জার্গেনসেনের অধীনে দারুণ সাফল্য পান মুশফিকরা। এরপর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে এসে মূল কোচের দায়িত্বটা তার ওপরই দিয়ে দেয় বিসিবি।
গত ২৮ এপ্রিল বিসিবির ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে অস্ট্রেলিয়া থেকে শেন জার্গেনসেন পদত্যাগের ই-মেইল পাঠান।
মন্তব্য চালু নেই