জাতীয় কাউন্সিল: প্রস্তুতি কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্য সচিব আশরাফ

আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য এ কাউন্সিলের প্রস্তুতি কমিটির সভাপতি করা হয়েছে দলের সভনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর কমিটির সদস্য সচিব করা হয়েছে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে। এ কমিটিকে সহযোগিতা করতে ৯টি উপ-কমিটিও গঠন করা হয়েছে।

সোমবার কাউন্সিলের প্রস্তুতি কমিটির বিষয়ে অবগত করে এক সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এর আগে গত ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হওয়ার হওয়ার কথা ছিলো। কিন্তু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে দলীয় কাউন্সিল পিছিয়ে দেয় ক্ষমতাসীন দলটি।

পরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে কাউন্সিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়।



মন্তব্য চালু নেই