জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে লালমনিরহাটে র্যালি ও আলোচনা সভা
“সরকারী আইনি সহায়তা পাওয়ার উম্মুক্ত হলো দ্বার,বিকল্প বিরোধ নিস্পত্তি সংযুক্ত হলো এবার” এই প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এক বর্ণ্যাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী’র সভাপতিত্বে জেলা জজ ও আদালত প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়।
র্যালি শেষে আদালত প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এ্যাড. সফুরা বেগম রুমী এমপি। বিশেষ অতিথি ছিলেন,জেলা প্রশাসক হাবিবুর রহমান,জেলা পরিষদ প্রশাসক এ্যাড.মতিয়ার রহমান,পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।র্যালি ও আলোচনা সভায় জনপ্রতিনিধি,বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেয়।
মন্তব্য চালু নেই