জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনারও অব্যাহতি চায় : মোয়াজ্জেম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে মন্ত্রিপরিষদ থেকে বাদ দিলে হবে না গোটা জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনারও অব্যাহতি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত ‘ঈদের পূর্বেই জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই সরকারের মন্ত্রিপরিষদ দুর্নীতিগ্রস্ত। কারণ, কামরুল ইসলামসহ মন্ত্রিপরিষদের সকল মন্ত্রী দুর্নীতিবাজ। অথচ এই পোকা খাওয়া মন্ত্রীর (কামরুল ইসলাম) মন্ত্রিত্ব রেখে একজন ভালো ব্যক্তিকে শেখ হাসিনা বাদ দিয়েছেন।’

সরকারকে উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘মনে রাখতে হবে, আপনারা নির্বাচিত সরকার না। আপনাদের সরকার অবৈধ। তাই এই অবৈধ সরকার থেকে কেন আশরাফুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো, তা আপনারাই ভলো জানেন।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আওয়ামী লীগও এক সময় বিরোধী দলে আসতে পারে। তাই ভেবে চিন্তে এই সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ, এই ট্রাইব্যুনালেই কিন্তু তখন আওয়ামী লীগের নেতাদের বিচার করা হবে।’

জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ ওমর ফারুক পীর সাহেবের সভাপতিত্বে আলোচনায় আরও উপস্থিত ছিলেন, যুবদল সভাপতি সৈয়দ মোয়জ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ।



মন্তব্য চালু নেই