‘জাতিসংঘ যাই বলুক, ফাঁসি কার্যকর হবেই’
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুহাম্মদ কামারুজ্জামানের রায় বাস্তবায়ন প্রক্রিয়ায় জাতিসংঘের উদ্বেগ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জাতিসংঘ যাই বলুক আপনারা ভয় পাবেন না। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের যদি ফাঁসির সাজা হয়, সেই সাজা কার্যকর হবেই।’
জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মেকি দরদ বাদ দিন, আমার দেশ কিভাবে গড়ব, আমাকে ভাবতে দিন। আমাদের ভাগ্য আমরা গড়ব। বিদেশীদের নাক গলানো সহ্য করব না। শেখ হাসিনার সরকার শক্তিশালী সরকার। অপরাধীদের ফাঁসির রায় কার্যকর হবেই।’
ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত প্রবাসীদের পরিবারের সঙ্গে মতবিনিময় ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে হাসানুল হক ইনু এ সব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আপনাদের যদি এত দরদ থাকে, আগুন সন্ত্রাসে যখন মানুষ পুড়ছিল, সেইসব নেতা-নেত্রীর বিরুদ্ধে তখন মুখ বন্ধ করেছিলেন কেন?’
ইনু বলেন, ‘অনেকেই বলেছেন যুদ্ধাপরাধীদের ফাঁসি দিলে সৌদি প্রবাসী বাঙালীরা থাকতে পারবে না। কিন্তু সব আশঙ্কা মিথ্যা প্রমাণিত হয়েছে। সৌদি সরকার লাখ লাখ প্রবাসীর আকামার ব্যবস্থা করে দিয়েছে। কাদের মোল্লার ফাঁসি হয়েছে কিন্তু সৌদি থেকে একজন বাঙালীরও চাকরি যায়নি।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিদেশে যারা শ্রমজীবী, তারা হলো স্বর্ণপ্রবাসী। আজ থেকে কুষ্টিয়া জেলায় যারা প্রবাসী তাদের আর প্রবাসী বলব না, স্বর্ণপ্রবাসী বলব।’
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রীর স্ত্রী আফরোজা হক রীনা, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ।
মন্তব্য চালু নেই