জাতিসংঘের শুভেচ্ছা দূত হলেন মাশরাফি

ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন তিনি।

২০১৩ সালে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, চলচ্চিত্র অভিনেত্রী আরিফা জামান মৌসুমী ও জাদুশিল্পী জুয়েল আইচকে শুভেচ্ছা দূত করে ইউনিসেফ।

আর ২০০৫ সালে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার সুমন ও টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে শুভেচ্ছা দূত করে ইউনিসেফ।

জাতিসংঘের অধীনে মা ও শিশুদের কল্যাণে কাজ করে ইউনিসেফ। এবার সেই কাজের সঙ্গে যুক্ত হলেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।



মন্তব্য চালু নেই