জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপরে বিভিন্ন সংগঠন সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস স্বীকার করে না। তারা ক্ষমতায় এলে জবর দখল করে নিজেদের মতো করে ইতিহাস গড়তে চায়।
৭ মার্চ প্রসঙ্গে বিএনপি মিথ্যাচার করে আসছে অভিযোগ করে তিনি বলেন: বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিচিত্রা পত্রিকায় এক লেখায় স্বীকার করে গেছেন, ৭ মার্চ-ই ছিলো বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার গ্রীন সিগনাল।
ঐতিহাসিক এ দিবসকে সামনে রেখে, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করার অঙ্গীকার করা হয়।
বিশেষ এই দিনটি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
মন্তব্য চালু নেই