জাজ এর এ্যানিমেটেড চলচ্চিত্রে নায়কের চরিত্রে কন্ঠ দিবে আরিফিন শুভ
জাজের প্রযোজিত বাংলাদেশের প্রথম এ্যানিমেটেড চলচ্চিত্র “ডিকেটটিভ” ছবিটিতে নায়কের চরিত্রে কন্ঠ দিবেন সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন। আর গতকাল সন্ধায় জাজের অফিসে চুড়ান্ত করা হয় এই সিদ্ধান্ত।
এদিকে জাজের আলীমুল্লাহ্ জানান আমরা প্রথমে চেয়েছিলাম যে আমাদের এ্যানিমেটেড চলচ্চিত্র-ডিকেটটিভের নায়কের কন্ঠ ডাবিং করুক কোন জনপ্রিয় তারকা।
সেক্ষেত্রে আমাদের সবার পছন্দ ছিল শুভ এবং আমরা শুভকে প্রস্তাব দেওয়ার পর সে রাজি হয়ে যায়। শুভ বলেন জাজ প্রথম বাংলাদেশী এ্যানিমেটেড চলচ্চিত্র বানিয়েছে বানিজ্যিক হিসাবে সে ক্ষেত্রে তারা ধন্যবাদ পাওয়ার পাপ্য।
আমার কাছে বিষয়টি ভাল লেগেছে বলেই তাদের অনুরোধে কাজটা করছি।
জাজের আলীমুল্লাহ্ আরও জানান এ চলচ্চিত্রে শুভ কন্ঠ দেওয়ার জন্য কোন পারিশ্রমিক নিবে না। আমরা দিতে চাইলেও সে রাজি হয়নি আমরা খুবই আনন্দিত যে এমন একটা সুন্দর কাজের সবার সহযোগিতা পাওয়ার জন্য। শুভ কে বিশেষ ধন্যবাদ যে তার কিছু গুরুত্বপূর্ণ প্রচার প্রচারনা আইডিয়া দেওয়ার জন্য।
এছাড়াও জানা যায় ছবিটি মূলত তৈরি করা হয়েছে যারা হলিউড বলিউডের ছবি দেখে অভস্থ্য তাদের জন্য এবং শিক্ষিত ও তরুন প্রজন্মকে টার্গেট করেই জাজ এই প্রজেক্টটি তৈরি করেছে।
মন্তব্য চালু নেই