জাজের জলি কলকাতার ওমের সঙ্গে

কলকাতার নায়ক ওমের সঙ্গে জুটি গড়তে যাচ্ছেন জাজ মাল্টিমিডিয়ার নতুন আবিষ্কার ফাল্গুনী রহমান জলি। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অঙ্গার’ শিরোনামের এই ছবির চিত্রধারণের কাজ শুরু হবে আসছে জুনে।

দেশীয় চলচ্চিত্রের নায়িকা সঙ্কট কাটাতে গত ১৯ এপ্রিল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন দুই নায়িকার নাম ঘোষণা করে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। অনুষ্ঠানে নবাগত নুসরাত ফারিয়াকে ‘প্রেমী ও প্রেমী’ ছবির নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দিলেও, অপর জন ফাল্গুনী রহমান জলিকে পরবর্তী ছবির নায়িকা করা হবে বলে জানানো হয়। তবে সপ্তাহ না ঘুরতেই নিবাগত এই নায়িকার ছবির নাম জানা গিয়েছে। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অঙ্গার’ শিরোনামের এই ছবিতে জলির বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়ক ওম।

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ‘অঙ্গার’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে কলকাতার এসকে মুভিজ।



মন্তব্য চালু নেই