জাকানইবি শিক্ষক সমিতির নতুন কর্মসূচী ঘোষণা

গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ের জন্য দুই দিনব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি এবং আজ অবস্থান ধর্মঘট এর দ্বিতীয় দিন পালন করেছেন জাককানইবি শিক্ষক সমিতি।

এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত নতুন কর্মসূচি প্রত্যাখ্যান করে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগামী রবিবার পূর্ণদিবস কর্মবিরতির পালন করবে এতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা, মিডটার্ম, সেমিস্টার ফাইনাল এই কর্মসূচীর আওতাভুক্ত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত নতুন কর্মসূচি রবিবার সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি পালন ও নির্ধারিত পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত হবে, অভিহিত করে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।



মন্তব্য চালু নেই