জলি নয়, জিতের নায়িকা নুসরাত
অনেক জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশ-কলকাতা যৌথ প্রযোজনার সিনেমা ‘বাদশা’র নায়িকার নাম চূড়ান্ত হলো। সিনেমার নায়িকা হিসেবে জলির নাম শোনা গেলেও জিতের বিপরীতে এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ নিজেই খবরটি নিশ্চিত করেছেন।
এই সিনেমার মধ্যদিয়ে প্রথমবার যৌথ প্রযোজনার সিনেমায় নাম লেখালেন টালিগঞ্জের অ্যাকশন হিরো জিৎ গাঙ্গুলি।
বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া এবং ভারতীয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ যৌথভাবে এ সিনেমাটি প্রযোজনা করবে। সিনেমার নায়ক হিসেবে অভিনয়ের জন্য অনেক আগেই জিৎকে চুক্তিবদ্ধ করা হয়েছে।
‘বাদশা’ নামের এই সিনেমাটির পরিচালনায় ভারত থেকে থাকবেন বাবা যাদব। বাংলাদেশী পরিচালক কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি।
এর আগে যৌথ প্রযোজনার সিনেমায় সোহম, ওম এবং অঙ্কুশ অভিনয় করলেও এবারই প্রথম অভিনয় করতে যাচ্ছেন জিৎ।
‘বাদশা’ সিনেমাটির শুটিং বাংলাদেশে শুরু হবে ১ মার্চ। এরপর পর্যায়ক্রমে হায়দ্রাবাদ রামুজি ফিল্ম সিটি এবং অস্ট্রেলিয়ায় ধারণ করা হবে সিনেমাটির বাকি অংশ।
প্রসঙ্গত, এর আগে জাজ মাল্টিমিডিয়া দাবি করেছিল, জিৎ নিজেই নায়িকা হিসেবে জলিকে পছন্দ করেছেন। ভারতের এস কে মুভিজ এর অফিসে গিয়ে বাংলাদেশী নায়িকাদের ভিডিও ফুটেজ দেখে সেখান থেকে পছন্দ করেন জলিকে।
মন্তব্য চালু নেই