জলহস্তির দাঁত ব্রাশের ভিডিও নিয়ে তোলপাড়
জলহস্তি কখনো দাঁত ব্রাশ করে নাকি! কি এমন প্রয়োজন পড়েছে যে দাঁত পরিষ্কার করতে হবে? আর কারই বা মরণের সাদ হয়েছে যে বিশালাকার এই প্রাণীটির সামনে গিয়ে দাড়াবে। এত বড় মুখ যে জলহস্তির সামনে যেতেই মানুষ ভয় পায়। লজেন্সের মতো যদি খেয়ে ফেলে!
কিন্তু যদি দেখেন যে, এক ব্যক্তি সেই জলহস্তির মুখের ভিতর হাত দিয়ে নেড়ে দেখছে, দাঁত পরিস্কার করে দিচ্ছে। তখন তাকে কি বলবেন? এই দুঃসাহসী হলেন এক চিকিৎসক।
এক বছরে এক হাজার মানুষকে মেরে ফেলার মতো রেকর্ড রয়েছে ভয়ঙ্কর দানবাকার এই প্রাণীটির। কিন্তু হিংস্র এই প্রাণীটির দাঁতের সমস্যা হলে সে তখন যাবে কোথায়। কে সারিয়ে দেবে তার দাঁতের যন্ত্রনা? কিন্তু এরকমই একটা দুঃসাহসিক কাজ করলেন এক চিকিৎসক।
তিনি অত্যন্ত নির্বিকারভাবে এবং ভালোবেসে জলহস্তির দাঁত পরিস্কার করে দিলেন! ভাবুন তাহলে কতটা বীর ওই চিকিৎসক!
জলহস্তির দাঁত পরিস্কারের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দেখে নিন জলহস্তির দাঁত মাজার মজাদার ভিডিওটি।
মন্তব্য চালু নেই