‘জরুরি অবস্থা জারি করে হরতাল- অবরোধ অবৈধ করা উচিত’
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘‘পরীক্ষার সময় জরুরি অবস্থা জারি করে হরতাল ও অবরোধ অবৈধ করা উচিত। পরীক্ষা নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নিতে হবে। এটা সবাই ইতিবাচক হিসেবে দেখবেন। সেটা সবার জন্য মঙ্গল হবে।’’
শনিবার সকালে এসএসসি পরীক্ষা চলাকালীন রাজধানীর মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘‘পরীক্ষা চলাকালীন বিএনপি বার বার হরতাল ডেকেছে। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরীক্ষার সময় জরুরি অবস্থা জারি করে হরতাল-অবরোধ অবৈধ ঘোষণা করলে সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরাসহ সবার জন্য মঙ্গল হতো’’।
মন্তব্য চালু নেই