জমি নিয়ে বিরোধে ভাই খুন, গ্রেপ্তার ১
রাজশাহী: রাজশাহীর বাগমারায় জমি নিয়ে বিরোধের জের চাচাতো ভাইয়ের হাতে আব্দুর রহমান (৩৫) নামে এক ভাই খুন হয়েছেন। উপজেলার হামিরকুচ্চা ইউনিয়ন পরিষদের কোনাবাগি গ্রামে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান আব্দুর জাব্বারের ছেলে।
এ ঘটনায় হত্যাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে আব্দুর জাব্বার বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাঘমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল রাজ্জাক জানান, নিহত আব্দুর রহমানের সঙ্গে চাচতো ভাই হানিফ হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
সোমবার সকালে তাদের দুই জনের মধ্যে ওই জমি নিয়ে বিরোধ বাধে। এরই জের ধরে হানিফ হোসেন তার হাতে থাকা কুঠার দিয়ে আব্দুর রহমানের ডান ঘাড়ে কোপ মারে। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান।
ঘটনার পর হানিফ হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় পুলিশ সংবাদ পেয়ে তার পিছু নেয় ও নাটোর জেলার নলডাঙা থেকে তাকে গ্রেপ্তার করে।
এদিকে পুলিশ আব্দুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মন্তব্য চালু নেই