জবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিকে সাংবাদিক সমিতির শুভেচ্ছা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যরা। শিক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোহা: আলী নূরের ধানমন্ডির বাসায় মঙ্গলবার রাতে তারা শুভেচ্ছা জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. সেলিমসহ অন্যান্য শিকরা উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তুফান বলেন, সাংবাদিক সমিতির সভাপতি ইমরান আহমেদের নেতৃত্বে সাংবাদিক সমিতির সদস্যরা শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহা: আলী নূরকে মঙ্গলবার রাতে শুভেচ্ছা জানিয়েছে।
এসময় তিনি গঠনমূলক সমালোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক অগ্রযাত্রাকে গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের তাগিদ দিয়েছেন।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক সমিতির কাযনির্বাহী পরিষদের নির্বাচনে অধ্যাপক ড. মোহা: আলী নূর সভাপতি ও অধ্যাপক ড. আবুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই