জবি শিক্ষকের অকাল মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান মারা গেছেন। বুধবার রাত ১০টায় মিরপুরস্থ ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি …………. রাজিঊন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‌সরকার ও রাজনীতি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষাকতায় যোগ দিয়েছিলেন।

সিদ্দিকুর রহমানের গ্রামের বাড়ি রাজবাড়ী। নিহতের মরদেহ বৃহস্পতিবার সকাল ৯টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আনা হবে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ সহকারী অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



মন্তব্য চালু নেই