জবির নতুন ভবনে অগ্নিকাণ্ড

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। নিয়ন্ত্রণে আসে ৮টা ৪৫ মিনিটে।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান সকালে নতুন একাডেমিক ভবনের ছয় তলাতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।



মন্তব্য চালু নেই