জ.বি.’র ওয়েব সাইট হ্যাক, বিপাকে ভর্তিচ্ছুরা

ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণার প্রাক্কালেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

ইন্টারন্যাশনাল আন্ডারগ্রাউন্ড হ্যাকার টিম নামে একটি গ্রুপ এর দায় স্বীকার করেছে। এতে ফলাফল দেখতে গিয়ে বিপাকে পড়েছে ভর্তিচ্ছুরা। তারা ভর্তি পরীক্ষার ফল দেখতে না পেরে হতাশ হয়ে পড়ছে। এদিক-ওদিক ফোন করে কারণ জানার চেষ্টা করছে।

জবির ওয়েবসাইট প্রবেশ করলেই একটি লেখা ভেসে উঠছে। এতে বলা হয়েছে, ওয়েবসাইটি নিরাপত্তা যাচাইয়ের জন্য তারা এটি হ্যাক করেছে। তাদের মতে জবির ওয়েবসাইটের নিরাপত্তা খুবই দুর্বল।

একই সাথে জবির ওয়েবের সংশোধনের পরামর্শ দিয়ে হ্যাকার গ্রুপ জানিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে সাইট আবার হ্যাক করা হবে।

এ ব্যাপারে জবির রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান জানান, তিনি বিষয়টি এখনো জানেন না। আইটি বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজ সোমবার জবি সি ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ৫৬৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। আর অংশগ্রহণ করেছিলেন ৩১ হাজার ৮৭৩ শিক্ষার্থী।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে রেজাল্ট টানানো রয়েছে।



মন্তব্য চালু নেই